পর্বতের কোলে ইরানের অনিন্দ্য সুন্দর গ্রাম ‘মসুলেহ’
পোস্ট হয়েছে: আগস্ট ১০, ২০২০
ইরানের গিলান প্রদেশের আকাশে হেলান-দেয়া আলবোর্জ পর্বতমালার কোলে অবস্থিত একটি অনিন্দ্য সুন্দর গ্রামের নাম ‘মসুলেহ’। এ গ্রামের মুক্ত ও বিশুদ্ধ বাতাসে ক্ষণিকের নিঃশ্বাসই মন থেকে ঝেড়ে ফেলে সমস্ত ক্লান্তি ও শ্রান্তির ধকল। আর এ জন্যেই দেশি-বিদেশি অসংখ্য পর্যটক ছুটে আসেন ইরানের মসুলেহ নামের নৈসর্গিক গ্রামে।
১৬ হেক্টর এলাকায় বিস্তৃত চির-সবুজ ও চির-যৌবনা এই গ্রামটি প্রায় আটশ বছরের পুরনো। হৃদয়-জুড়ানো বাতাস আর নৈসর্গিক সবুজের সমারোহ ছাড়াও এ গ্রামের পুরোনো ঘর-বাড়ি ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন আপনার পুরো সফরকে করবে চির-স্মরণীয় এবং সুখময় স্মৃতিতে ভরপুর।
ইরানের মসুলেহ গ্রামের অধিকাংশ ঘর-বাড়ি দোতালা। একতলা বা তিন-তলা বাড়ি খুব কমই দেখতে পাবেন। এসব বাড়ি-ঘরের স্থাপনায় রয়েছে ভবনের বাহির থেকে মূল ভবনের দরজা পর্যন্ত বিস্তৃত দেয়াল বা ছাদযুক্ত পথ, উপরের তলায় ওঠার জন্য বড় সিঁড়ি, বাইরের বৈঠক-খানা বা অভ্যর্থনা-কক্ষ, ভেতরের লোকদের বসার ঘর বা বৈঠকখানা, শীতকালীন আবাসকক্ষ এবং গুদাম বা স্টোর রুম। এ ছাড়াও এসব ঘর-বাড়িতে একটি ব্যালকনি থাকে। এসব ব্যালকনি থেকে পুরো গ্রামের দৃশ্য দেখা যায়। পার্সটুডে।