শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

পর্দা নামলো ১০ তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের

পোস্ট হয়েছে: জানুয়ারি ৩১, ২০১৭ 

news-image

সমাপনী অনুষ্ঠানের মধ্যদিয়ে সোমবার পর্দা নামলো আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের ১০তম আসরের। ‘ফ্রেমে ফ্রেমে আগামীর স্বপ্ন’ স্লোগানে গত ২৪ জানুয়ারি শুরু হয় সপ্তাহব্যাপি এই আয়োজন।

সোমবার বিকাল ৫টায় অনুষ্ঠিত হয় উৎসবের সমাপনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ্ আবু সায়ীদ। এছাড়াও ছিলেন উৎসবের উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান মুস্তাফা মনোয়ার, চিলড্রেনস ফিল্ম সোসাইটি বাংলাদেশের সভাপতি ড.মুহাম্মদ জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মুনিরা মোরশেদ মুন্নী এবং সংগঠনটির প্রতিষ্ঠাতা ও উৎসব উপদেষ্টা মোরশেদুল ইসলাম।

এবারের উৎসবে অংশ নেয় বাংলাদেশ,ভারত, ইরান, রাশিয়াসহ ৫৪টি দেশের শিশুতোষ চলচ্চিত্র। ঢাকা ছাড়াও দেশের ১১টি স্থানে (রাজশাহী, রংপুর, বরিশাল, সিলেট, খুলনা, টাঙ্গাইল ও জয়পুরহাট) প্রদর্শিত হয় অংশ নেওয়া চলচ্চিত্রগুলো।

চিলড্রেনস ফিল্ম সোসাইটি বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এই উৎসবের দ্বিতীয় পর্ব শুরু হবে আগামী ৩ ফেব্রুয়ারি চট্টগ্রামে। সেখানে ৩ ও ৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এই উন্মুক্ত চলচ্চিত্র উৎসব।