পর্তুগালে চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রী সারা বাহরামি
পোস্ট হয়েছে: জুন ২১, ২০১৭
পর্তুগালের দশম পর্তো সেভেন ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভালে ইরানি চলচ্চিত্র ‘ইউ জাস্ট বি মাই মাদার’এর অভিনেত্রী সারা বাহরামি সেরা অভিনেত্রীর এ্যাওয়ার্ড পেয়েছেন। এর আগে এ চলচ্চিত্রটি দিল্লি ইন্টারন্যাশনাল ডিজিটাল ফিল্ম ফেস্টিভাল ও এ্যাথেন্স ইন্টারন্যাশনাল ডিজিটাল ফিল্ম ফেস্টিভালে প্রশংসা কুড়ায়। স্বামী পরিত্যক্তা একজন নারী হিসেবে সারা এ চলচ্চিত্রে আরেক ব্যক্তির সঙ্গে থাকেন যেখানে ওই ব্যক্তিটির পুত্র তাকে সহজে নিতে পারেনি। শেষ পর্যন্ত সারা ওই ছেলে ও তার প্রেমের মধ্যে যে কোনো একটিকে বেছে নিতে বাধ্য হন। এ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন রকিহ তাভাকোল্লি।
পোর্তো চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার এ্যাওয়ার্ড পান রুশ চলচ্চিত্র ‘দি সিক্রেট টু এ হ্যাপি ম্যারেজ’ এর অভিনেতা আলেকজান্ডার বোবরোভ। এ চলচ্চিত্রটির পরিচালক হচ্ছেন, এ্যান্ড্রু বুলাতভ।
এ উৎসবে সেরা চলচ্চিত্রের মর্যাদা পায় জার্মানির চলচ্চিত্র ‘সেলফি’। স্পেনের ‘দি ফোর্থ কিংডম’ চলচ্চিত্রটি একই মর্যাদা পায়। এছাড়া সেরা এ্যানিমেশনের জন্যে স্পেনের ‘মেকানিজম ডায়াবলিকো’ চলচ্চিত্রটি এ্যাওয়ার্ড পায়। উৎসবে ইরানি পরিচালক সাইদ নাকাভিয়ান পরিচালিত ‘রিফুইজি ক্যাম্প’ প্রদর্শিত হয়।
সূত্র: তেহরান টাইমস।