পবিত্র তাসুয়া ও আশুরাকে কেন্দ্র করে পাকিস্তানে ২ দিন মোবাইল সেবা বন্ধ
পোস্ট হয়েছে: অক্টোবর ১১, ২০১৬
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদসহ ৪২টি শহরে দু’দিন মোবাইল সেবা বন্ধ রাখা হবে। পবিত্র তাসুয়া এবং আশুরা উপলক্ষে মঙ্গলবার ও বুধবার এ সেবা বন্ধ থাকবে বলে পাকিস্তান টেলিকম্যুনিকেশন অথরিটি বা পিটিএ ঘোষণা করেছে।
পিটিএ’র পদস্থ এক কর্মকর্তা বলেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে মোবাইল সেবা বন্ধ রাখা হবে। তিনি আরো বলেন, গিলগিট-বালতিস্তান এবং পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরসহ দেশটির চারটি প্রদেশ সরকারের অনুরোধে পিটিএ’কে মোবাইল সেবা বন্ধের নির্দেশ দিয়েছে পাক স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
পবিত্র তাসুয়া এবং আশুয়া পালনকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঠেকাতে এ পদক্ষেপ নেয়া হয়।
এদিকে, পিটিএ সূত্র থেকে বলা হয়েছে, গোটা সিন্ধুতে মোবাইল সেবা বন্ধ রাখার আহ্বান জানিয়েছিল প্রাদেশিক কর্তৃপক্ষ। কিন্তু পিটিএ তা নাকচ করে দিয়েছে এবং শোক শোভাযাত্রা হবে এমন সব প্রধান প্রধান শহরের তালিকা পাঠাতে বলেছে।সূত্র: পার্সটুডে