নৃতত্ত্ব জাদুঘরে পরিণত হচ্ছে ইরানি এই দুর্গটি
পোস্ট হয়েছে: নভেম্বর ১৭, ২০২১
ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় পশ্চিম আজারবাইজান প্রদেশের তাকাব কাউন্টিতে অবস্থিত সরদার আফসারের ঐতিহাসিক দুর্গটিকে একটি নৃতত্ত্ব জাদুঘরে পরিণত করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। তাকাবের গভর্নর আমির সোতুদেফার রোববার এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, তাকাব কাউন্টিতে প্রদেশের সর্বাধিক পরিমাণ সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পদ রয়েছে এবং এই ঐতিহ্য ও ঐতিহাসিক পরিচয় প্রদর্শনের জন্য একটি নৃবিজ্ঞান জাদুঘর প্রয়োজন। ইরানি এই কর্মকর্তা আরও জানান, এক একর জায়গার ওপর নির্মিত কাজার যুগের (১৭৮৯ থেকে ১৯২৫) সরদার আফশার দুর্গটি জাদুঘরে পরিণত করার মতো যুৎসই একটি স্মৃতিস্তম্ভ। সূত্র: তেহরান টাইমস।