নিউজিল্যান্ডে যাচ্ছে ইরানি তথ্যচিত্র ‘ওয়াটার, উইন্ড, ডাস্ট, ব্রেড’
পোস্ট হয়েছে: জুন ১, ২০২২

মেহেদি জামানপুর কিসারি পরিচালিত ইরানি তথ্যচিত্র ‘ওয়াটার, উইন্ড, ডাস্ট, ব্রেড’ নিউজিল্যান্ডের ডক এজ আন্তর্জাতিক ডকুমেন্টারি চলচ্চিত্র উৎসবে দেখানো হবে।
২৫ মিনিটের তথ্যচিত্রটি তৈরি করতে এক বছরেরও বেশি সময় লেগেছে। সিনেমাটিতে আবোল ফজল এবং সেতায়েশ নামের দুই শিশুর গল্প তুলে ধরা হয়েছে। তারা একটি ভিন্ন জীবন অনুভব করে। ‘ওয়াটার, উইন্ড, ডাস্ট, ব্রেড’ এর আগে আন্তর্জাতিক ডকুমেন্টারি চলচ্চিত্র উৎসব জাগ্রেবডক্সের ১৮তম আসরে এবং গ্রিসের থেসালোনিকি ডকুমেন্টারি উৎসবের ২৪তম আসরে দেখানো হয়। ডক এজ আন্তর্জাতিক ডকুমেন্টারি চলচ্চিত্র উৎসবের এবারের আসর ১ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে। সূত্র: মেহর নিউজ।