নিউইয়র্কের চেয়ে তেহরানে জীবন যাত্রার খরচ অর্ধেক!
পোস্ট হয়েছে: মার্চ ২০, ২০১৮

বিশ্বে তেহরান এমন এক শহর যেখানে অপেক্ষাকৃত কম খরচে জীবন যাপন করা যায়। দি ইকোনোমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের জরিপ বলছে,১৩৩টি শহরে জীবন যাত্রার খরচগুলোর যে ১৫০টি সূচক বিবেচনা করা হয়েছে তাতে তেহরানে অনেক কম খরচে বাস করার সুযোগ রয়েছে। অন্তত নিউইয়র্ক শহরের চেয়ে অর্ধেক ব্যয়বহুল হচ্ছে তেহরান শহর। ফিনান্সিয়াল ট্রিবিউন
তবে তেহরান এ বছর গত বছরের চাইতে দুই স্থান নিচে নেমে নবম স্থানে এসেছে। বিশ্বে সবচেয়ে ব্যয়বহুল শহর হচ্ছে সিঙ্গাপুর যেখানে নিউইয়র্ক শহরের চেয়ে অন্তত ১৬ গুণ বেশি ব্যয়বহুল জীবনযাত্রার খরচ বহন করতে হয় বাসিন্দাদের।- ফিন্যান্সিয়াল ট্রিবিউন।