শনিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

নারী প্যারা পাওয়ারলিফটিং দল গঠন করবে ইরান

পোস্ট হয়েছে: এপ্রিল ২১, ২০২০ 

news-image

প্রথমবারের মতো নারীদের প্যারা পাওয়ারলিফটিং দল গঠন করবে ইরান। দেশটির ক্রীড়া ও যুব মন্ত্রণালয় পোশাকবিধি নির্ধারণ করার পর আন্তর্জাতিক ক্রীড়া অঙ্গনে দেখা যাবে নতুন টিমের।

ইরান স্পোর্টস ফেডারেশন ফর দ্যা ডিজাবল্ড এর ভাইস প্রেসিডেন্ট মোযগান নাসিরি বলেছেন, ক্রীড়া ও যুব মন্ত্রণালয় পোশাকবিধি নিশ্চিত করার পর নারী প্যারা পাওয়ারলিফটিং দল আন্তর্জাতিক ইভেন্টে অংশ নেয়া শুরু করবে।

তিনি বলেন, এই খেলায় নতুন মেধার খোঁজে গত বছর দেশজুড়ে ১৯টি দলের অংশগ্রহণে ঘরোয়া লিগ অনুষ্ঠিত হয়। এবছর আমাদের জাতীয় টিম গঠন করার কথা ছিল। কিন্তু করোনাভাইরাস মহামারির কারণে এটা বিলম্বিত হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে টিম গঠন করা হবে।  

নাসিরি বলেন, আমরা প্রথম এশিয়ান প্যারা গেমসে অংশ নিতে চাই এবং আমাদের নারী পাওয়ারলিফটাররা প্যারালিম্পিক গেমসে প্রতিযোগিতা করবে।

ইরান ভারোত্তলন ফেডারেশন গত বছর প্রথমবারের মতো এশিয়ান চ্যাম্পিয়নশিপ ও আন্তর্জাতিক ভারোত্তলন ফেডারেশন (আইডাব্লিউএফ) ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে নারী ভারোত্তলকদের পাঠায়। সূত্র: তেহরান টাইমস।