মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

নলেজ-বেসড ফার্মে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগ দেবে ইরান

পোস্ট হয়েছে: নভেম্বর ২৮, ২০১৯ 

news-image

ইরানের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ভাইস প্রেসিডেন্ট সরেনা সাত্তারি বলেছেনতার দেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগে বিদেশি বিশেষজ্ঞ ও গ্রাজুয়েট নিয়োগ দেবে যাতে এ খাতে গবেষণা আরো প্রসার লাভ করে। ইরাকসিরিয়াআফগানিস্তানপাকিস্তানতাজিকিস্তানতুর্কমেনিস্তানআজারবাইজানআর্মেনিয়াকাজাখস্তানকিরঘিস্তান ছাড়াও আফ্রিকা ইউনিয়নের সদস্য দেশগুলো থেকে বিশেষজ্ঞ হায়ার করা হবে। তারা ইরানের বিজ্ঞান ও প্রযুক্তি খাতে কর্মরতদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করবে এবং নতুন নতুন পণ্য তৈরিতে অবদান রাখবে। মেহর

ইরান একই সঙ্গে এধরনের বিষয়ে উচ্চতর পড়াশুনা করার জন্যে ইন্টার্নশিপ করতেও বিদেশি ছাত্রদের সুযোগ দেবে। ইরানের ওপর অবরোধের কারণে যেসব পণ্য আমদানি করতে পারছে না দেশটি সেসব পণ্য উৎপাদনেও বিশেষ নজর দেয়া হবে বলে সাত্তারি জানান। ইরানে নলেজ-বেসড কোম্পানির সংখ্যা রয়েছে ৪ হাজার ৬শটি এবং বছরে ১শ কোটি ডলারের এ খাতভিত্তিক পণ্য রফতানি করছে দেশটি।