নবায়নযোগ্য বিদ্যুতের দিকে আগাচ্ছে ইরান
পোস্ট হয়েছে: ডিসেম্বর ২৯, ২০১৬
ইরানের বিদ্যুৎ উৎপাদনের অন্তত ৫ ভাগ নবায়নযোগ্য জালানি হিসেবে যোগানের জন্যে উদ্যোগ নিচ্ছে দেশটি। বার্তা সংস্থা ইরনা বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর দিয়েছে। নবায়নযোগ্য শক্তি সংস্থার এমডি সাইয়েদ সাদেকজাদেহ বলেছেন, চলতি ফার্সি বছর শেষ হবার আগেই অন্তত ১’শ মেগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনে যাবে তার দেশ। আর এটা হলে গত বছরের তুলনায় নবায়নযোগ্য বিদ্যুতের পরিমাণ ৭’শ গুণ বৃদ্ধি পাবে।
আগামী ২০১৮ সালের মার্চ নাগাদ আরো ৩‘শ মেগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন করবে ইরান। এবং তা সম্ভব হলে ইরানে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন পৌঁছাবে ৬’শ মেগাওয়াট। ২০১৯ সালের মার্চ মাস নাগাদ এধরনের বিদ্যুৎ উৎপাদন ১৩‘শ মেগাওয়াটে নেবে ইরান যা হবে দেশটির মোট বিদ্যুৎ উৎপাদনের ২ ভাগ।
বর্তমানে ইরানে নবায়নযোগ্য উৎপাদিত বিদ্যুতের পরিমাণ হচ্ছে ২৪৩ মেগাওয়াট। এর মধ্যে ১৫৮ মেগাওয়াট আসছে বায়ু বিদ্যুৎ ও বাকি বিদ্যুৎ আসছে সৌর, ক্ষুদ্র জলবিদ্যুৎ ও বায়োমাস প্লান্ট থেকে।
সূত্র: তেহরান টাইমস