রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

নববর্ষকে সামনে রেখে মেরামত করা হচ্ছে ইরানের সিও-ও-সে-পোল

পোস্ট হয়েছে: মার্চ ১৬, ২০২১ 

news-image

সিও-ও-সে-পোল নামে খ্যাত আল্লাহওয়ারদী খান সেতুটি ইরানের ইস্তফাহানের বিখ্যাত নদী জায়ান্দারুদের উপর নির্মিত ঐতিহাসিক সেতুগুলোর মধ্যে অন্যতম। সেতুটি একটি বাঁধ হিসাবে কাজ করার জন্য ১৭ শতকের গোড়ার দিকে নির্মিত হয়েছিল। জরুরিভাবে এর মেরামত কাজ শুরু হতে যাচ্ছে। পারসিয়ান  স্থাপত্যশৈলীর অন্যতম নিদর্শন হিসেবে সিও-ও-সে-পোলকে বিবেচনা করা হয়। এর বেশকিছু স্তম্ভের মেরামত কাজ শুরু হবে। ইরানের সাংস্কৃতিক ঐতিহাসিক এই নিদর্শনের মেরামত কাজে অংশ নিচ্ছেন অভিজ্ঞ প্রকৌশলী ও ঐতিহাসিকদের একটি দল। ইরানের নববর্ষ নওরোজে হাজার হাজার পর্যটক ও ভ্রমণপিয়াসুরা সিও-ও-সে-পোল দেখতে যান। সাফাবি সাম্রাজ্যের শাসনামলে ২৯৮ মিটার দীর্ঘ এ সেতুটি তৈরি করা হয়। সূর্যাস্ত দেখতে স্থানটি এক অপূর্বময় ভ্রমণস্থল হিসেবে বিবেচিত। এমনিতে ইরানের ইস্ফাহান আন্তর্জাতিক বাণিজ্য ও কূটনীতির সেতুবন্ধসৃষ্টিকারী এলাকা হিসেবে বিবেচিত। ইসলামি স্থাপত্যকলার বহু নিদর্শন আছে শহরটিতে। বাজার, যাদুঘর, পারস্যের বাহারি বাগান, দীর্ঘ গাছের সারি ভ্রমণপিয়াসুদের মনে দাগ কেটে যায়। ইস্ফাহানের আরেক নাম নেসফে জাহান অর্থাৎ অর্ধ দুনিয়া।  বলা হয়ে থাকে,  ইরানের ইসফাহান শহর দেখলেই যেন পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দেখা হয়ে যায়। তেহরান টাইমস