দ্বিপাক্ষিক ব্যাংকিং কার্যক্রম চালু করবে ইরান-জাপান
পোস্ট হয়েছে: মার্চ ৬, ২০১৯
তেহরানে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত মিতসু সাইতো জানিয়েছেন, ইরান ও জাপান শিগগিরই দ্বিপাক্ষিক ব্যাংকিং কার্যক্রম শুরু করবে। মঙ্গলবার রাজধানী তেহরানে ইরানের কেন্দ্রীয় ব্যাংক সেন্ট্রাল ব্যাংক অব ইরান (সিবিএ) এর গভর্নরের সাথে বৈঠকে তিনি একথা বলেন।
জাপানি রাষ্ট্রদূত বলেন, আমেরিকার নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা সত্বেও জাপানি কোম্পানি ইরানে কার্যক্রম অব্যাহত রেখেছে। সামনের মাসগুলোতেও এই কার্যক্রম অব্যাহত রাখবে।
সাইতো জানান, বিগত দুই মাসে জাপান ইরান থেকে দিনে ২ লাখ ব্যারেল তেল আমদানি করেছে। জাপান তার জাতীয় স্বার্থের সাথে সংশ্লিষ্ট বিষয়ে ইরানের সাথে আর্থিক সম্পর্ক অব্যাহত রাখবে। ব্যাংকিং কার্যক্রম চালুর মধ্য দিয়ে দুই দেশের মধ্যে নতুন অর্থনৈতিক যুগের সূচনা হবে বলে মন্তব্য করেন তিনি।
বৈঠকে দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সম্প্রসারিত করার উপায় নিয়ে নিকট ভবিষ্যতে আলোচনা করতে ইরানের ব্যাংকিং প্রতিনিধি দল জাপান সফর করবে বলে সিদ্ধান্ত হয়। সূত্র: মেহর নিউজ এজেন্সি।