শনিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

দেশীয় করোনা টিকা নিতে প্রস্তুত ৭২ ভাগ ইরানি

পোস্ট হয়েছে: জানুয়ারি ১৪, ২০২১ 

news-image

দেশীয়ভাবে তৈরি করোনা ভাইরাসের টিকা নিতে প্রস্তুত থাকার কথা জানিয়েছে ৭২ শতাংশ ইরানি। বুধবার ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য কেন্দ্রের প্রধান কিয়ানুশ জাহানপুর এই তথ্য জানান।

সম্প্রতি পরিচালিত একটি জরিপের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, দেশের ৬০ভাগ জনগোষ্ঠীর দেশীয়ভাবে টিকা তৈরির ওপর আস্থা রয়েছে। আর ৪০ ভাগ মানুষের বিদেশি ভ্যাকসিনের প্রতি কোনো আস্থা নেই। অন্যদিকে ৫৩ শতাংশ মানুষ বলেছে, যদি স্থাস্থ্য মন্ত্রণালয় বিদেশি ভ্যাকসিন অনুমোদন দেয় তবেই তারা তা গ্রহণ করবেন।

মঙ্গলবার জাহানপুর আরও জানান, করোনা ভাইরাস মহামারি ছড়িয়ে পড়ার পর থেকে দেশের ১৬টি কোম্পানি টিকা উৎপাদন নিয়ে কাজ করছে। এদের মধ্যে এখন পর্যন্ত ১২টি কোম্পানি টিকা উৎপাদনের জন্য আবেদন করেছে এবং এর মধ্য থেকে আটটি কোম্পানি উৎপাদন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। একটি কোম্পানি মানব পর্যায়ে পরীক্ষায় প্রবেশ করেছে এবং আরও দুই কোম্পানি শিগগিরই মানুষের ওপর পরীক্ষা শুরু করবে। সূত্র: তেহরান টাইমস।