দেশীয় উৎপাদন বাড়ায় ইরানের ১.২ বিলিয়ন ইউরো সাশ্রয়
পোস্ট হয়েছে: জানুয়ারি ২০, ২০২০
ইরানের দেশীয় উৎপাদন বৃদ্ধিতে চলতি ইরানি বছরের (২১ মার্চ ২০১৯) শুরু থেকে এ পর্যন্ত ১ দশমিক ২ বিলিয়ন ইউরো সাশ্রয় হয়েছে। ইরানের শিল্প, খনি ও বাণিজ্য মন্ত্রণালয়ের শিল্প বিষয়ক উপমন্ত্রী মেহদি সাদেকি নিয়ারাকি এই তথ্য জানিয়েছেন। এই খবর দিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি।
তিনি বলেন, দেশীয় উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রতিষ্ঠিত বিশেষজ্ঞ ডেস্কগুলোর সহায়তায় দেশীয় উৎপাদকদের সাথে অনেকগুলো চুক্তি সই করা হয়েছে। এর ফলে বৈদেশিক মুদ্রা ব্যয় কমেছে ১ দশমিক ২ বিলিয়ন ইউরো।
শিল্প, খনি ও বাণিজ্য সংস্থাগুলোর প্রধানদের এক সমাবেশে নিয়ারাকি বলেন, চলতি বছরে মন্ত্রণালয়ের কর্মসূচির মূল নজর রয়েছে দেশীয় উৎপাদন বাড়ানোর ওপর।
উপমন্ত্রী নিয়ারাকি বলেন, মোটরগাড়ি, মোটরসাইকেল, পেট্রোকেমিক্যালস এবং টেলিযোগাযোগ এবং সেই সাথে তামা এবং ইস্পাত শিল্প সহ বিভিন্ন খাতে দেশীয় উৎপাদন বাড়ানোর জন্য শিল্প মন্ত্রণালয় এ পর্যন্ত নয়টি বিশেষজ্ঞ ডেস্ক প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। চলতি বছরের শেষ নাগাদ (১৯ মার্চ ২০২০) আমরা এই ধরনের আরও সাতটি ডেস্ক চালু করব।
ইরানি এই কর্মকর্তা আরও জানান, শিল্প মন্ত্রণালয়ের দেশীয় উৎপাদন বাড়ানোর কর্মসূচিতে আগামী দুই বছরের মধ্যে দেশের ১০ বিলিয়ন ডলার সাশ্রয় হবে। সূত্র: তেহরান টাইমস।