দেশীয়ভাবে তৈরি তিনটি গাড়ি উন্মোচন করলেন রুহানি
পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ২০, ২০২০
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2020/02/3387620-1.jpg)
ইরানে দেশীয়ভাবে তৈরি তিনটি গাড়ির উন্মোচন করা হয়েছে। বুধবার এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট হাসান রুহানির উপস্থিতিতে গাড়িগুলো উন্মোচন করা হয়। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ এই খবর দিয়েছে।
মন্ত্রিসভার বৈঠকের পর অনুষ্ঠিত উন্মোচন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ইশহাক জাহাঙ্গিরি এবং শিল্প, খনি ও বাণিজ্য মন্ত্রী রেজা রহমানি। অনুষ্ঠানে রহমানি বলেন, গাড়িগুলোর প্রাক-বিক্রয় প্রক্রিয়া শুরু হয়েছে। বাজারে শিগগিরই এগুলো ছাড়া হবে।
মন্ত্রী বলেন, নতুন গাড়ির ৯০ শতাংশই দেশীয়ভাবে উৎপাদিত হয়। এসব গাড়ির কেবল কিছু যন্ত্রপাতি আমদানি করা হয়। চলতি ও সামনের বছরগুলোতে আমদানিকৃত এসব যন্ত্রাংশও দেশে উৎপাদন করা হবে বলে জানান তিনি।
বাণিজ্য মন্ত্রী আরও বলেন, গাড়িগুলো বিশ্বের আধুনিক মানের। আগের উৎপাদিত গাড়ির তুলনায় এই গাড়িগুলোতে উল্লেখযোগ্য পরিমাণ কম জ্বালানি খরচ হয়। সূত্র: তেহরান টাইমস।