শনিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

দুধের শিশুদের মহাসমাবেশ; শোকার্তদের কান্নার রোল

পোস্ট হয়েছে: অক্টোবর ৯, ২০১৬ 

news-image
ইরানসহ বিশ্বের অন্তত ৪০ টি দেশে শুক্রবার হুসাইনি শিশু সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইরানের রাজধানী তেহরানহ বিভিন্ন শহরে অনুষ্ঠিত শিশু সমাবেশে লাখ লাখ দুধের শিশুকে নিয়ে অংশ গ্রহণ করেন তাদের মায়েরা। খোদাদ্রোহী ইয়াজিদ বাহিনীর হাতে কারবালায় ইমাম হুসাইন (আ)-এর ছয় মাসের শিশুপুত্র হযরত আলী আসগর (আ)-এর শাহাদাতের স্মরণে প্রতি বছর অনুষ্ঠিত হয় এই বিশেষ শিশু সমাবেশ।
 
আলী আসগর (আ) বিশ্ব-সংস্থার সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর মুহররম মাসের প্রথম শুক্রবার অনুষ্ঠিত হয় এই শিশু মহাসমাবেশ।
মায়েদের উপস্থিতিতে এই সমাবেশে হযরত আলী আসগরের হৃদয়বিদারক শাহাদাতকে স্মরণ করা হয়। এ সমাবেশে দুধের শিশুদের উপস্থিতি ছিল লক্ষণীয়। শূন্য ও রক্তমাখা দোলনা দুলিয়ে শোকার্ত মায়েরা তাদের শিশুকে কোলে নিয়ে এই শোকানুষ্ঠানে অংশ নেন। ফলে সৃষ্টি হয় হৃদয়-বিদারী শোকের পরিবেশ। অনেকে চিৎকার দিয়ে কাঁদতে থাকেন।
 
৬৮০ খ্রিস্টাব্দে বা ৬১ হিজরির দশই  ‍মুহররম ইমাম হুসাইন (আ) পিপাসায় কাতর তাঁর ওই শিশুর জন্য পানি চাইলে ইয়াজিদ বাহিনীর হুরমালা নামের এক সেনা তিন শাখাবিশিষ্ট একটি তীর ইমামের এই শিশুর গলায় নিক্ষেপ করে। ফলে সঙ্গে সঙ্গে প্রাণ হারায় ওই কচি শিশু।সূত্র: ইকনা