রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

দুই মাসে ইরান-চীন বাণিজ্য ছাড়াল ২.৮ বিলিয়ন ডলার

পোস্ট হয়েছে: এপ্রিল ৯, ২০২৪ 

news-image

চায়না শুল্ক প্রশাসনের দেওয়া তথ্যমতে, ইরান ও চীনের মধ্যে বাণিজ্য বিনিময় ২০২৪ সালের জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ২ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার চায়না শুল্ক কর্তৃপক্ষ প্রকাশিত সর্বশেষ তথ্য মতে, ২০২৪ সালের প্রথম দুই মাসে ইরান এবং চীনের মধ্যে বাণিজ্যের পরিমাণ দাঁড়ায় ২ দশমিক ৮৭৯ বিলিয়ন মার্কিন ডলার। যা গত বছরের একই সময়ের তুলনায় ৩৬ শতাংশ বেশি।

২০২৪ সালের জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত চীন ইরানে আড়াই বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে এবং ইরান থেকে ৮২৯ মিলিয়ন ডলারের আমদানি করেছে। যা আগের বছরের একই সময়ের তুলনায় যথাক্রমে ৪৫ শতাংশ এবং ২০ শতাংশ বেশি। সূত্র: তেহরান টাইমস