দাবানলের বিরুদ্ধে লড়া সেই ইরানি হিরো মারা গেলেন
পোস্ট হয়েছে: জুন ২৩, ২০২০

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জাগরোস জঙ্গলের দাবানল নেভাতে গিয়ে আহত হওয়া সেই ইরানি হিরো, পর্বোতারোহী আলবোরজ জারেয়েই মারা গেছেন। ছড়িয়ে পড়া দাবানলের গ্রাস থেকে প্রকৃতি বাঁচাতে গিয়ে তিনি আগুনে পুড়ে গুরুতর আহত হয়েছিলেন। দীর্ঘ ১৮দিন জীবনের সাথে লড়াই করে অবশেষে হার মানলেন ৩৮ বছর বয়সী এই পরিবেশপ্রেমী।
গত ২৮ মে ইরানের খায়িজ সংরক্ষিত বনাঞ্চলসহ খুজেস্তান, বুশেহর, লোরেস্তান, কোহগিলুয়েহ ও বয়ার-আহমাদ প্রদেশের কয়েকটি সুরক্ষিত অঞ্চলে দাবানল ছড়িয়ে পড়ে। কিন্তু দুর্গম এলাকা হওয়ায় আগুন নেভাতে সেখানে দমকল বাহিনীর অভিযান চালানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। কেবল হেলিকপ্টারযোগে ওই অঞ্চলে পৌঁছা সম্ভব। এ অবস্থায় জাগরোস বনাঞ্চল ছয়দিনের বেশি সময় ধরে দাও দাও করে দাবানলে জ্বলতে থাকে।
বায়বীয় অগ্নিনির্বাপক সরঞ্জাম না থাকায় স্থানীয়রাও আগুন নেভানোর কাজে যোগ দেন এবং আগুন নিয়ন্ত্রণেও আনেন। এতে বহু ওক গাছ ও পশুপ্রাণী ক্ষতিগ্রস্ত হয়।
দাাবানলের গ্রাস থেকে প্রকৃতি বাঁচানোর এই যুদ্ধে এগিয়ে আসেন আলবোরজও। নিয়ন্ত্রণে আনেন গাচসারান উচ্চভূমির আগুন। এসময় আগুনের ধোঁয়ায় শ্বাসগ্রহণ করায় তার শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়। সঙ্গে কয়েকটি আঘাতও পান তিনি। অবশেষে শুক্রবার ২০ জুন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই প্রকৃতিপ্রেমী।
জাগরোসের ভয়াবহ এই দাবানলে গাছসারান কাউন্টির ৩০০ হেক্টর বন ও কোহগিলুয়েহতে ২০০ হেক্টর বন পুড়ে ছাই হয়ে যায়। খায়িজের সুরক্ষিত এলাকায় আগুন নেভাতে গিয়ে মোট ৬জন আহত হয়। সূত্র: তেহরান টাইমস।