বৃহস্পতিবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

দখল ও অপরাধ যতদিন চলবে ততদিন কুদস দিবসও পালিত হবে

পোস্ট হয়েছে: মে ১৯, ২০২০ 

news-image

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্বাস মুসাভি বলেছেন, যতদিন ফিলিস্তিনি ভূখণ্ড ইসরাইলের দখলে থাকবে এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে অপরাধ অব্যাহত থাকবে ততদিন বিশ্ব কুদস দিবসও পালিত হবে। নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘‘ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্ব ও অপরাধ যতদিন বিদ্যমান থাকবে বিশ্ব কুদস দিবস ততদিন পর্যন্ত পালন করা হবে।’

এসময় ইরাক ও আফগানিস্তানে নতুন অগ্রগতিকে স্বাগত জানান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

উল্লেখ্য, কয়েক মাসের রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে অবশেষে ইরাকের রাজনৈতিক দলগুলো একজন নতুন প্রধানমন্ত্রীর বিষয়ে সম্মত হয়েছে এবং পার্লামেন্টে তার প্রস্তাব করা অধিকাংশ মন্ত্রীর পক্ষে ভোট পড়েছে। অন্যদিকে রোববার আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি ও আব্দুল্লাহ আব্দুল্লাহ একটি ক্ষমতা ভাগাভাগি চুক্তিতে সম্মত হয়েছেন। সূত্র: তেহরান টাইমস।