দক্ষিণ আফ্রিকা বিজ্ঞান-উদ্ভাবন উৎসবে ইরানি শিক্ষার্থীদের সাফল্য
পোস্ট হয়েছে: ডিসেম্বর ২০, ২০২০
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2020/12/3630988.jpg)
২০২০ দক্ষিণ আফ্রিকা বিজ্ঞান ও উদ্ভাবন উৎসবে কয়েকটি রঙিন মেডেল জিতেছে ইরানি শিক্ষার্থীরা। গত ২৮ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর উৎসবটি ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। বুধবার বার্তা সংস্থা আইএসএনএ এই খবর দিয়েছে।
ইবনে সিনা জাতীয় শিক্ষার্থী উৎসবের সেক্রেটারি মেহদি রশিদি জাহান বলেন, আমাদের শিক্ষার্থীরা দক্ষিণ আফ্রিকা বিজ্ঞান ও উদ্ভাবন উৎসবের রসায়ন, জীববিজ্ঞান, পরিবেশ, ওষুধ, প্রযুক্তি এবং প্রকৌশল বিভাগে বিভিন্ন মেডেল দখল করেছে।
এরআগে ইরানি শিক্ষার্থীরা অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স সম্পর্কিত আন্তর্জাতিক অলিম্পিয়াডে (আইওএএ) আটটি রঙিন মেডেল ঘরে তোলে। এছাড়া জাপানের নাগাসাকিতে অনুষ্ঠিত ৩১তম আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে (আইবিও 2020) দেশটির শিক্ষার্থীরা চারটি মেডেল লাভ করে। সূত্র: তেহরান টাইমস।