বৃহস্পতিবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

তেহরান ইন্টারন্যাশনাল ডিজাইন এক্সিবিশনে ৬ শতাধিক শিল্পকর্ম 

পোস্ট হয়েছে: জুন ১৪, ২০২১ 

news-image

ইরানের রাজধানী তেহরানে তৃতীয় ইন্টারন্যাশনাল ডিজাইন এক্সিবিশন শুরু হয়েছে শুক্রবার। তেহরানের নিয়াভারান কালচারাল সেন্টারে আশা ও বিবর্তনের থিম থেকে এবারের এক্সিবিশনের আয়োজন করা হয়েছে। এক্সিবিশনের পরিচালক আশকান খাজাঞ্চি এক সাংবাদিক সম্মেলনে বলেন যেহেতু আমরা শতাব্দীর শেষ প্রান্তে অবস্থান করছি তাই আশা ও বিবর্তনের মত বিষয়কে প্রদর্শনীর মূল প্রতিপাদ্য হিসেবে বেছে নেওয়া হয়েছে। পোস্টারমোশন গ্রাফ্রিক্স ছাড়াও এবারের প্রদর্শনীতে থাকছে হাইব্রিড ইভেন্টে ভার্চুয়াল ও লাইভ উপস্থাপনা। ৩২টি দেশের ২৭২ জন শিল্পী এবারের প্রদর্শনীতে অংশ নিয়েছেন। নিয়াভারান কালচারাল সেন্টারের পরিচালক এবাদরেজা এসলামি বলেন কোভিড মহামারিকালে বিশ্ব এখন বিশেষ সংকটে রয়েছে এবং আমরা মনে করি আশা আমাদেরকে ফের সুখী সমাজ বিনির্মাণে সাহায্য করবে। প্রদর্শনীতে পোস্টার ক্যাটাগরিতে জুরি বোর্ডের সদস্যরা হচ্ছেন কাজাঞ্চিকিয়ানুশ গারিবপুরমেহরদোখত দারাবিজাভাদ আতাশবারিমেহরান মিরোসসেইনি ও ফারশিদ পারসিকা। তেহরান টাইমস