তেহরান অ্যানিমেশন উৎসবে ৮৫ দেশের সহস্রাধিক ছবি
পোস্ট হয়েছে: নভেম্বর ২৪, ২০২০
দ্বাদশ তেহরান আন্তর্জাতিক অ্যানিমেশন উৎসবের আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে দেখানো হবে ৮৫টি দেশে সহস্রাধিক ছবি। বেশিরভাগ অ্যানিমেশন জমা পড়েছে জাপান, চীন, ফ্রান্স, অস্ট্রিয়া, জার্মানি, নরওয়ে, সুইডেন, ইতালি ও ব্রাজিল থেকে। আর বাকি অন্যান্য দেশগুলো থেকে কয়েক ডজন ছবি দেখানো হবে।
উৎসবের জাতীয় বিভাগে প্রায় ৪৬০টি ইরানি অ্যানিমেশন প্রতিদ্বন্দ্বিতা করবে। উৎসবের এবারের দ্বাদশ আসর আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি শুরু হয়ে চলবে ৪ মার্চ পর্যন্ত।
তেহরান আন্তর্জাতিক অ্যানিমেশন উৎসবের আয়োজক শিশু ও তরুণ প্রাপ্তবয়স্কদের মেধা বিকাশ বিষয়ক ইন্সটিটিউট আইআইডিসিওয়াইএ। সূত্র: তেহরান টাইমস।