তেহরানে ৩৫তম ইসলামি ঐক্য সম্মেলন শুরু
পোস্ট হয়েছে: অক্টোবর ১৯, ২০২১
ইরানের রাজধানী তেহরানে শুরু হয়েছে ৩৫তম ইসলামি ঐক্য সম্মেলন। বার্ষিক আন্তর্জাতিক এই সম্মেলনের এবারের পর্ব ১৯ থেকে ২৪ অক্টোবর অনুষ্ঠিত হবে। এতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রসিদ্ধ আলেম ও পণ্ডিতবর্গ অংশ নেবেন।
প্রতিবছর বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.)’র পবিত্র জন্মবার্ষিকী বা ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ইরানে এই সম্মেলনের আয়োজন করা হয়। মঙ্গলবার থেকে শুরু হওয়া এই সম্মেলনে মুসলিম বিশ্বের ৩৯০ জন পণ্ডিত ও চিন্তাবিদ অংশ নেবেন।
ইসলামি ঐক্য সম্মেলনে একত্রিত হয়ে মুসলিম বিশ্বের প্রসিদ্ধ শিয়া ও সুন্নি, আলেম, পণ্ডিত ও চিন্তাবিদরা মুসলিম বিশ্বের সর্বশেষ ইস্যুগুলো নিয়ে আলোচনা করবেন এবং মুসলিমদের মাঝে সংহতি জোরদার করার পথ প্রশস্ত করবেন। বিশ্বের মুসলমানদের মধ্যে ঐক্য ও সংহতি জোরদার করার লক্ষ্যে মূলত ইরানের পক্ষ থেকে প্রতি বছর এই সম্মেলনের আয়োজন করা হয়। সূত্র: মেহর নিউজ এজেন্সি।