রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

তেহরানে যুদ্ধের পোস্টার প্রদর্শনী

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ১৯, ২০১৮ 

news-image

ইরানের আর্টিস্ট ফোরামের উদ্যোগে গত রোববার থেকে তেহরানে শুরু হয়েছে যুদ্ধের পোস্টার প্রদর্শনী। বেশ কিছু তরুণ শিল্পীর আঁকা যুদ্ধের ছবি সম্বলিত শতাধিক পোস্টার দর্শকদের মন কেড়েছে। আগামী ২২ থেকে ২৮ সেপ্টেম্বর ইরানে যে প্রতিরক্ষা সপ্তাহ শুরু হতে যাচ্ছে সে উপলক্ষেই এ প্রদর্শনীর আয়োজন।

১৯৮০-১৯৮৮ সাল পর্যন্ত ইরান-ইরাক যুদ্ধে উভয় পক্ষে ১০ লাখ মানুষ নিহত হয়। যুদ্ধের সেই ভয়াবহ অনেক ঘটনা উঠে এসেছে পোস্টারে। রেভাইয়াত কালচারাল ইন্সটিটিউটের প্রধান ও এ প্রদর্শনীর আয়োজক মাসোদ নেজাবাতি জানান,তেহরানের আর্টিস্ট পার্কে এ প্রদর্শনী দর্শকদের জন্যে উন্মুক্ত থাকবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। ফিনান্সিয়াল ট্রিবিউন |