বৃহস্পতিবার, ১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

তেহরানে বায়োলজি অলিম্পিয়াড শুরু

পোস্ট হয়েছে: জুলাই ১৭, ২০১৮ 

news-image

২৯তম ইন্টারন্যাশনাল বায়োলজি অলিম্পিয়াড (আইবিও) শুরু হয়েছে ইরানের রাজধানী তেহরানে। ১৫ ই জুলাই শুরু হওয়া এ অলিম্পিয়াডে অংশ নিয়েছে ৬০টি দেশের ২৬০ জন ছাত্র। এটি শেষ হবে আগামী ২২ জুলাই। ইরানের শিক্ষা মন্ত্রণালয় ও তারবিয়াতে মোদাররেস বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে এ অলিম্পিয়াড অনুষ্ঠিত হচ্ছে। অলিম্পিয়াডে অংশগ্রহণকারীদের লিখিত ছাড়াও চারটি বিশেষ হাতেকলমে পরীক্ষায় অবতীর্ণ হতে হচ্ছে তাদের। এসব পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে শহীদ বেহেস্তি ইউনিভার্সিটিতে।

এর আগে ইংল্যান্ডে ২৮তম ইন্টারন্যাশনাল বায়োলজি অলিম্পিয়াডে ইরানি ছাত্ররা দুটি স্বর্ণ ও দুটি রৌপ্যপদক লাভ করেছিল। বিভিন্ন দেশের জাতীয় বায়োলজি অলিম্পিয়াডে বিজয়ীরা ইন্টারন্যাশনাল বায়োলজি অলিম্পিয়াডে অংশ নিয়ে থাকে। বায়োলজিকাল সমস্যা, পরীক্ষা ছাড়াও নতুন কোনো উদ্ভাবন এধরনের আয়োজনে প্রাধান্য পায়। মেহর