তেহরানে বসবে এফআইবিএ অনূর্ধ্ব-১৬ এশিয়ান চ্যাম্পিয়নশিপ
পোস্ট হয়েছে: জানুয়ারি ২, ২০২০
আসন্ন ২০২০ এফআইবিএ অনূর্ধ্ব-১৬ এশিয়ান চ্যাম্পিয়নশিপের আয়োজন করবে ইরান। এবারের আসরের জন্য দেশটির রাজধানী তেহরানকে মনোনীত করেছে আন্তর্জাতিক বাস্কেটবল ফেডারেশন’ (এফআইবিএ)।
জানা যায়, তেহরানের আজাদি স্পোর্টস কমপ্লেক্সে ২৩ মার্চ থেকে ২ এপ্রিল চ্যাম্পিয়নশিপটি অনুষ্ঠিত হবে। এতে এশিয়ার সেরা দলের মুকুট জয়ের জন্য লড়াইয়ে অংশ নেবে ১৬টি দল।
এশিয়ান চ্যাম্পিয়নশিপে বিজয়ী দল বুলগেরিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া এফআইবিএ অনূর্ধ্ব-১৭ বাস্কেটবল ওয়ার্ল্ড কাপে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্যতা অর্জন করবে। এশীয় ইভেন্টটির বিজয়ী প্রথম চারটি দল বিশ্ব চ্যাম্পিয়নশিপে খেলার টিকিট নিশ্চিত করবে।
দ্বি-বার্ষিক এফআইবিএ এশিয়ান চ্যাম্পিয়নশিপ ২০০৯ সালে যাত্রা শুরু করে। প্রথম আসরে তৃতীয় স্থান অধিকার করে ইরান। সর্বশেষ ২০১৮ সালের চ্যাম্পিয়নশিপে সপ্তম অবস্থান লাভ করে দলটি।
উল্লেখ্য, ইরান এফআইবিএ অনূর্ধ্ব-১৭ বাস্কেটবল বিশ্বকাপে কখনও খেলার যোগ্যতা অর্জন করে নি। দ্বি-বার্ষিক এই আন্তর্জাতিক ইভেন্টটি ২০১০ থেকে ২০১৮ সাল পর্যন্ত ৫ বার অনুষ্ঠিত হয়েছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।