সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

তেহরানে পশুখাদ্যের আন্তর্জাতিক প্রদর্শনী

পোস্ট হয়েছে: আগস্ট ২৩, ২০১৭ 

news-image

ইরানের রাজধানী তেহরানে শুরু হয়েছে গবাদি পশু, হাঁস-মুরগি ও মাছের খাবারের আন্তর্জাতিক প্রদর্শনী ‘ইরান ফিড এক্সপো ২০১৭’।শনিবার ১৯ আগস্ট তেহরান পৌরসভা ও স্পেশিয়ালাইজড এক্সহিবিশন সেন্টারে প্রদর্শনীর তৃতীয় পর্ব শুরু হয়েছে। চলবে ২১ আগস্ট পর্যন্ত।

আইআরআইবির খবরে বলা হয়, এ  বছরের প্রদর্শনীতে ইরানের ৭৫ জন ও অন্যান্য দেশের ২৮জন অংশগ্রহণকারী তাদের সর্বশেষ উৎপাদিত পণ্য ও সেবা প্রদর্শন করছেন।

আয়োজকদের ভাষ্যমতে, তিন দিন ব্যাপী এই প্রদর্শনীর উদ্দেশ্য পশুখাদ্য শিল্পে সক্রিয় ইরানি কোম্পানিগুলিকে তাদের বিদেশি প্রতিপক্ষের কাছে পরিচয় করিয়ে দেয়া এবং দুই পক্ষের মধ্যে পারস্পরিক সহযোগিতার বিকাশ ঘটানো। সূত্র: তেহরান টাইমস।