রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

তেহরানে জানুয়ারিতে শুরু হচ্ছে ‘ইলেকম্প ২০২২’

পোস্ট হয়েছে: অক্টোবর ২১, ২০২১ 

news-image

ইরানের রাজধানী তেহরানে ২৬তম আন্তর্জাতিক ইলেক্ট্রনিক্স, কম্পিউটার ও ই-কমার্স প্রদর্শনী ‘ইলেকম্প ২০২২’ অনুষ্ঠিত হবে আগামী বছরের জানুয়ারিতে। মাসব্যাপী প্রযুক্তিপণ্যের এই আন্তর্জাতিক মেলা তেহরানের ইন্টারন্যাশনাল পারমানেন্ট ফেয়ারগ্রাউন্ডসে ২১ জানুয়ারি শুরু হয়ে চলবে ১৯ ফেব্রুয়ারি ।

ইরানের ইলেকট্রনিক্স ও কম্পিউটার পণ্য এবং সেবার বাজারে সবচেয়ে বড় বাণিজ্যিক ইভেন্ট হচ্ছে ইলেকম্প। ১৯৯৫ সালে প্রযুক্তি পণ্যের এই প্রদর্শনী প্রথম শুরু হয়। বহু কোম্পানি সফটওয়্যার ও হার্ডওয়্যারের ক্ষেত্রে তাদের অর্জন করা সর্বশেষ পণ্য সামগ্রী নিয়ে প্রতিবছর মেলায় হাজির হয়। দর্শনার্থীদের কাছে তুলে ধরে নিজেদের তোলা পণ্যসামগ্রীর নানা দিক।

‘ইলেকম্প ২০২২ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এবছরের জুলাই মাসে। কিন্তু করোনাভাইরাস মহামারির কারণে তা স্থগিত করা হয়। মেলার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী বছরের ২১ জানুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি।

এবারের ইলেকস্পে অংশগ্রহকারী প্রতিষ্ঠানগুলি তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগের ক্ষেত্রে তাদের সর্বশেষ অর্জন, পণ্যসামগ্রী ও সেবা প্রদর্শন করবে। তারা এসব পণ্য ও সেবার গুণগত নানা দিক দর্শনার্থীদের কাছে তুলে ধরবে। ,  সূত্র: তেহরান টাইমস।