তেহরানে জমে উঠেছে হাতেবোনা কার্পেট মেলা
পোস্ট হয়েছে: আগস্ট ২৪, ২০১৬

ইরানের রাজধানী তেহরানের একটি আন্তর্জাতিক মেলা কেন্দ্রে ২২ আগস্ট সোমবার থেকে শুরু হয়েছে ২৫তম হাতেবোনা কার্পেট মেলা। এ মেলা চলবে ২৮ আগস্ট পর্যন্ত। মেলায় সাতশ’র বেশি কার্পেট পণ্য স্থান পেয়েছে।
ইরানের উৎপাদিত কয়েকটি ঐতিহ্যবাহী প্রধান পণ্যের একটি হচ্ছে কার্পেট। ইরানি কার্পেটের খ্যাতি বিশ্বজুড়ে।ইরানি কার্পেটের ইতিহাস প্রায় ২৫০০ বছরের পুরোনো।
ইরানি সংস্কৃতির একটি বড় জায়গা দখল করে আছে কার্পেট। এগুলোর অধিকাংশই হাতেবোনা। বর্তমানে ইরানি কার্পেট পৃথিবীর ১০০টিরও বেশি দেশে রফতানি হচ্ছে। তবে এখন হাতেবোনা কার্পেটের সঙ্গে সেখানে মেশিনের মাধ্যমেও কার্পেট তৈরি হচ্ছে।
বর্তমান আধুনিক সময়ে ইরানে কার্পেট শিল্প অনেকটা যন্ত্রনির্ভর হয়ে পড়েছে। হাতে বোনা কার্পেটের অত্যধিক মূল্যের কারণে যন্ত্রনির্ভর কার্পেট শিল্পের দ্রুত উদ্ভব ঘটছে। এ ছাড়া পৃথিবীর বেশ কয়েকটি দেশ বর্তমানে কার্পেট শিল্পে এগিয়ে আসায় এ খাতে প্রতিযোগিতারও সৃষ্টি হচ্ছে। এর মধ্যেও ইরানি কার্পেট শিল্প তার ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করে যাচ্ছে। সূত্র: পার্সটুডে