শুক্রবার, ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

তেহরানে চালু হচ্ছে অটিস্টিক মেয়েদের প্রথম স্কুল

পোস্ট হয়েছে: জুন ১৮, ২০১৮ 

news-image

আর পাঁচ জন শিশুর মতো স্বাভাবিক ভাবে যারা বেড়ে ওঠে নাসেই সব শিশুর জন্য প্রয়োজন বিশেষ স্কুল। তাই এসব বুদ্ধি প্রতিবন্ধী কন্যা শিশুদের জন্য তেহরানে প্রথম চালু হতে যাচ্ছে অটিস্টিক স্কুল।

ইরানের স্পেশাল এডুকেশন অরগানাইজেশনের শিক্ষাগত পরিকল্পনা দপ্তরের উপ পরিচালক মোহসেন গাফুরিয়ান এই তথ্য জানিয়েছেন। তিনি জানানইরানের নতুন শিক্ষাবর্ষের প্রথম মাসের (২৩ সেপ্টেম্বর) শুরু থেকে স্কুলটি চালু করা হবে।

মোহসেন গাফুরিয়ান বলেনতেহরানে অটিস্টিক মেয়েদের বিশেষ স্কুলের অভাব রয়েছে। আর এই সমস্যাটি সমাধান করা তার সংস্থার অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু। বর্তমানে সেখানকার অটিস্টিক শিক্ষার্থীরা ২৫টি সরকারি ও ১৫টি বেসরকারি স্কুলে পড়ালেখা করছে বলে জানান তিনি।

শিক্ষাগত পরিকল্পনা দপ্তরের উপ পরিচালক জানানদক্ষিণাঞ্চলীয় ইরানের আহবাজ প্রদেশে মানসম্মত সুযোগ সুবিধা সহ অটিস্টিক শিশুদের জন্য অন্যতম সেরা সুসজ্জিত স্কুল রয়েছে। দ্বিতীয় স্কুলটি নির্মাণের কাজ চলমান রয়েছে। এছাড়া কাজভিনকেরমানশাহ ও খোরাসান রাজাভিসহ অন্যান্য প্রদেশেও কিছু অটিস্টিক স্কুল নির্মাণাধীন রয়েছে বলে জানান তিনি। সূত্র: তেহরান টাইমস।