তেহরানে আন্তর্জাতিক পলিমার সাইন্স মেলা
পোস্ট হয়েছে: নভেম্বর ২০, ২০১৮
তেহরানে আমিরকবির ইউনিভার্সিটি অব টেকনোলোজির উদ্যোগে আগামী ১৯ নভেম্বর শুরু হচ্ছে আন্তর্জাতিক পলিমার সাইন্স মেলা। এ মেলা চলবে ২২ নভেম্বর পর্যন্ত। বিশ্ববিদ্যালয়টির সেক্রেটারি হামিদ মিরজাদেহ জানান, এ মেলা অনুষ্ঠিত হবে পলিমার ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে। এবারে মেলার প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘ইকো-ফ্রেন্ডলি এন্ড স্মার্ট পলিমার সিস্টেম’। পলিমার বর্জ্য থেকে কিভাবে পরিবেশ দূষণ আরো কমানো যায় তার এক নবতর কৌশল উদ্ভাবনই হবে এ মেলার প্রধান লক্ষ্য।
মেলায় পলিমার সাইন্স নিয়ে ৫৩৬টি প্রবন্ধ উপস্থাপন করা হবে। এরমধ্যে ১১২টি মৌখিক ও ৩৭৭টি পোস্টার উপস্থাপন করা হবে। মেলায় সেমিনারে ১০টি প্রবন্ধের ৭টি থাকবে বিদেশি বিশেষজ্ঞদের। নরওয়ে, কানাডা, জার্মানি, অস্ট্রিয়া, পাকিস্তান, ইরাক ও যুক্তরাষ্ট্র থেকে পলিমার বিশেষজ্ঞরা তেহরানের এ মেলায় অংশ নিচ্ছেন। মেলার পর পলিমার সাইন্স বিষয়ক শিল্প ও গবেষণা কেন্দ্র ও বিশেষজ্ঞদের মধ্যে ধারাবাহিক যোগাযোগ গড়ে তোলার উদ্যোগও রয়েছে। মেহর নিউজ