তেল বহির্ভূত পণ্য রপ্তানি থেকেই দেশ চালানো সম্ভব: ইরানের ভাইস প্রেসিডেন্ট
পোস্ট হয়েছে: জানুয়ারি ৬, ২০১৯

আমেরিকা নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে ইরানের সাধারণ জনগণের জীবনযাত্রাকে টার্গেট করেছে বলে মন্তব্য করেছেন ইরানের ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গিরি। তবে তিনি একইসঙ্গে বলেছেন, নিষেধাজ্ঞা আরোপের মার্কিন লক্ষ্য কোনোদিনও অর্জিত হবে না।
ইসহাক জাহাঙ্গিরি জাহাজ চলাচল বিষয়ক পদস্থ কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে আরো বলেন, ইরান যাতে খাদ্য ও ওষুধসহ অন্যান্য জরুরি পণ্য আমদানি করতে না পরে সেটি হচ্ছে আমেরিকার নিষেধাজ্ঞা আরোপের মূল লক্ষ্য। আর এসব পণ্য আমদানিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে মূলত ইরানের নিরীহ মানুষকে কষ্ট দেয়ার পথ বেছে নিয়েছে ওয়াশিংটন।
ইরানের তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা প্রসঙ্গে ভাইস প্রেসিডেন্ট বলেন, মার্কিনীরা ধারণা করেছিল তারা ইরানের তেল বিক্রিকে শূন্যের কোটায় নামিয়ে আনতে পারবে কিন্তু তাদের সে ধারণা ভুল প্রমাণিত হয়েছে। জাহাঙ্গিরি বলেন, ইরান তার প্রয়োজনমতো তেল রপ্তানি করতে এবং তা থেকে অর্জিত অর্থ ব্যবহার করতে পারছে।
তেল বহির্ভূত রপ্তানির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ইরান তেল বহির্ভূত পণ্য রপ্তানি করে যে পরিমাণ অর্থ উপার্জন করছে তা দেশের সকল চাহিদা পূরণের জন্য যথেষ্ট। -পার্সটুডে।