শুক্রবার, ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

তেল গ্যাস খাতে বিনিয়োগ সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে চায় ইরান

পোস্ট হয়েছে: এপ্রিল ২৭, ২০১৬ 

news-image

ইরানের তেল ও গ্যাস খাতে আগামী ২০২০ সালের মধ্যে ৭৭ বিলিয়ন ডলার বিনিয়োগ প্রয়োজন বলে এ খাতে বিদেশি বিনিয়োগকে স্বাগত জানাচ্ছে দেশটি।ইরানের ন্যাশনাল পেট্রোকেমিক্যাল কোম্পানির উৎপাদন নিয়ন্ত্রণ পরিচালক আলিমোহাম্মদ বোসাকজাদেহ এ তথ্য দিয়ে বলেছেন, শুধু অভ্যন্তরীণ খাত নয় এ ধরনের বিনিয়োগের জন্যে বিদেশি বিনিয়োগ আশা করছে ইরান। এ খবর দিয়েছে বার্তা সংস্থা ইসনা।

আলিমোহাম্মদ বোসাকজাদেহ জানান, বিদেশি বিনিয়োগের জন্যে বিভিন্ন বিদেশি কোম্পানির সঙ্গে আলোচনা চলছে। অন্তত ৩০টি পেট্রোকেমিক্যাল প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে। ইউরোপ ও পূর্ব এশিয়ার কোম্পানিগুলো ইরানের তেল ও গ্যাস খাতে বিনিয়োগে গভীর আগ্রহ দেখিয়েছে। ইরানে জালানি সম্পদের ব্যাপক মজুদ ও ভূকৌশলগত অবস্থান কাজে লাগিয়ে এ খাতে বিনিয়োগ সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে চায় দেশটির সরকার।

সূত্র: তেহরান টাইমস