তুরস্ক আরও বেশি গ্যাস কিনতে চায়: ইরানের উপমন্ত্রী
পোস্ট হয়েছে: নভেম্বর ১০, ২০২০

ইসলামি প্রজাতন্ত্র ইরান থেকে আরও বেশি গ্যাস আমদানি করতে চায় তুরস্ক। ইরানের উপ-তেলমন্ত্রী হাসান মুনতাযেরি তুরবাতি আজ সোমবার এ তথ্য জানিয়েছেন।
তিনি আরও বলেছেন, তুরস্কের সঙ্গে ২৫ বছর মেয়াদি একটি গ্যাস রপ্তানি চুক্তি রয়েছে। এই চুক্তির আওতায় তুরস্কে প্রতি বছর এক হাজার কোটি ঘনমিটার গ্যাস রপ্তানি করা হচ্ছে। সম্প্রতি তুরস্ক আরও বেশি গ্যাস কিনতে চেয়ে আবেদন জানিয়েছে। এ বিষয়ে এখনও আলোচনা চলছে।
অন্যান্য প্রতিবেশী দেশে গ্যাস রপ্তানি প্রসঙ্গে তিনি বলেন, আজারবাইজানের নাখচিভান প্রদেশে প্রতিদিন প্রায় ১০ লাখ ঘনমিটার গ্যাস সরবরাহ করা হয়। আজারবাইজানের নাখচিভান প্রদেশের সঙ্গে সেদেশের মূল ভূখণ্ডের স্থল সীমান্ত নেই। এ ক্ষেত্রে ইরান সহযোগিতা করে থাকে।
ইরান প্রতিবেশী ইরাকেও দৈনিক আড়াই কোটি থেকে সাড়ে তিন কোটি ঘনমিটার গ্যাস রপ্তানি করে বলে জানিয়েছেন উপ-তেলমন্ত্রী হাসান মুনতাযেরি তুরবাতি। ঋতুভেদে গ্যাস রপ্তানির পরিমাণ ওঠানামা করে।ইরান প্রতিবেশী দেশগুলোতে বিদ্যুতও রপ্তানি করে থাকে। পার্সটুডে