মঙ্গলবার, ১১ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

তিন হাজার কি.মি. দূরত্বে আঘাত হানবে ইরানের ড্রোন

পোস্ট হয়েছে: নভেম্বর ১৮, ২০১৫ 

news-image

ইরানের তৈরি ড্রোন রাডার ফাঁকি দিয়ে তিন হাজার কি.মি দূরত্বের মধ্যে আঘাত হানতে সক্ষম বলে জানিয়েছেন ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর এক সিনিয়র কমান্ডার।

সোমবার গার্ড বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ব্রি. জে, হোসাইন সালামি বলেন, ইরান প্রতিনিয়ত তার প্রতিরক্ষা শিল্পের সক্ষমতা বৃদ্ধি করছে এবং বিভিন্ন ধরনের প্রতিরক্ষা সরঞ্জামের সফলভাবে অগ্নিপরীক্ষা করছে।

তিনি উল্লেখ করেন, ইরানের মিসাইল দেশের সীমানা অতিক্রম করে হাজার হাজার কি.মি. দূরত্বের মধ্যে লক্ষ্য বস্তুতে আঘাত হানার জন্য পরিচালনা করা যাবে।

তিনি বলেন, ভূমধ্যসাগরের পূর্বে গাজা থেকে লেবানন, সিরিয়া, ইরাক, বাহরাইন এবং ইয়েমেনের বিস্তীর্ণ অঞ্চলের মধ্যে ইরান প্রধান পরাশক্তিতে পরিণত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

ইরান প্রতিরক্ষা খাতে একটি যুগান্তকারী সাফল্য অর্জন করেছে এবং দেশীয় শিল্পজাত ড্রোনসহ গুরত্বপূর্ণ সামরিক সরঞ্জাম উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে বলে দাবি করেন হোসাইন।

গার্ড বাহিনী ২০১০ সালের আগস্টে প্রথম সুদূর প্রসারী যুদ্ধ ড্রোনের উম্মোচন করে। এরপর থেকেই ইরান একটি অনন্য উচ্চ কারিগরী নজরদারী এবং যুদ্ধ ড্রোন উৎপাদন করছে।

-তেহরান টাইমস।