মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

তিন ইরানি অ্যানিমেশন  যাচ্ছে স্পেনের এলচি ফিল্মফেস্টে

পোস্ট হয়েছে: জুলাই ২২, ২০১৯ 

news-image
স্পেনের ৪২তম এলচি ফিল্মফেস্টিভালে ইরানের যে ৩টি অ্যানিমেশন  ফিল্ম যাচ্ছে সেগুলো হচ্ছে আব্বাস জালালি ইয়েকতা পরিচালিত সন অব দি সি’, মোহসেন রেজাপোরের ইয়াতেন’ ও মাহবুবে কালায়ির সিংক। আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে এ চলচ্চিত্র উৎসব। এলচি হচ্ছে স্পেনের ১২তম পুরাতন চলচ্চিত্র উৎসব এবং এ উৎসবে গোয়া অ্যাওয়ার্ডস’ দেয়া হয় যা দেশটির প্রধান জাতীয় বার্ষিক ফিল্ম অ্যাওয়ার্ডস হিসেবে পরিচিত।
২০১৭ সালে ৪০তম এলচি ইন্টারন্যাশলান ইন্ডিপেনডেন্ট ফিল্ম ফেস্টিভালে ইরানের স্বল্পদৈর্ঘ অ্যানিমেটেড চলচ্চিত্র দি সারভেন্ট’ সেরা অ্যানিমেশন  অ্যাওয়ার্ড পায়।- মেহর নিউজ।