শনিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

তাসখন্দ ফিল্ম ফেস্টিভালে ইরানি চলচ্চিত্র ‘মিটিং লায়লা’ পুরস্কৃত

পোস্ট হয়েছে: অক্টোবর ২৭, ২০১৩ 

news-image

উজবেকিস্তানে অনুষ্ঠিত ‘তাসখন্দ ইন্টারন্যাশনাল ফিল্ম ফোরাম ২০১৩’তে শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছে ইরানী চলচ্চিত্র ‘মিটিং লায়লা’।

বিশিষ্ট অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক আদেল ইয়ারাকি’র পরিচালনায় নির্মিত ‘মিটিং লায়লা’ অবশ্য শ্রেষ্ঠ পরিচালক বিভাগে পুরস্কার পেয়েছে। আর এ ফেস্টিভালে শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে পুরস্কার জিতেছে তুর্কি ফিল্ম ওয়াচটাওয়ার। পেলিন এস্‌মার ওই ফিল্মটি পরিচালনা করেন।

‘মিটিং লায়লা’ চলচ্চিত্রের চিত্রনাট্য লিখেছেন আব্বাস রুস্তামি। পরিচালক ইয়ারাকিও চিত্রনাট্য রচনায় সহযোগিতা করেন। ৮৮ মিনিটের এই চলচ্চিত্রের মূল কাহিনী বেশ সাদামাটা। এক যুব মহিলা চায় বিয়ের আগেই তার হবু স্বামীকে ধূমপান করা থেকে বিরত রাখতে। তার হবু স্বামী চেইন স্মোকার। যুব মহিলার চরিত্রে অভিনয় করেন বিখ্যাত অভিনেত্রী লায়লা হতামি।

এর আগে চলচ্চিত্রটি ইতালির বারি আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভাল, বুয়েন্স আয়ার্স ইন্টারন্যাশনাল ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভাল এবং শিকাগো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে প্রদর্শিত হয়েছে।

উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে ১৯ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ‘তাসখন্দ ইন্টারন্যাশনাল ফিল্ম ফোরাম ২০১৩’ উদযাপিত হয়েছে।

৬ অক্টোবর, রেডিও তেহরান, ২০১৩