মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

তাবরিজে আন্তর্জাতিক গালিচা মেলার উদ্বোধন

পোস্ট হয়েছে: আগস্ট ১, ২০১৯ 

news-image

ইরানের পূর্ব আযারবাইজান প্রদেশের রাজধানী শহর তাবরিজে আন্তর্জাতিক গালিচা মেলার (আইসিএফ) উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির উপস্থিতিতে মেলার উদ্বোধন করা হয়।

মর্যাদাপূর্ণ এই প্রদর্শনীতে ইসফাহান, গিলান, কোম, তেহরান, পূর্ব ও পশ্চিম আযারবাইজান প্রদেশ এবং অন্যান্য কয়েকটি দেশের হাতেবোনা গালিচা উৎপাদকরা অংশ নেন। মেলায় দর্শনার্থীদের কাছে তারা তাদের সর্বশেষ পণ্যসামগ্রী প্রদর্শন করছেন।

এবারের মেলায় বিশেষ আকর্ষণ হলো ৪শ’ ও ৬শ’ মিটারের দুটি হাতেবোনা গালিচা। কারিগরদের হাতেবোনা গালিচা দুটি মেলায় প্রথমবারের মতো দর্শনার্থীদের কাছে উপস্থাপন করা হয়। 

আগামী ৪ আগস্ট পর্যন্ত তাবরিজ আন্তর্জাতিক গালিচা মেলা চলবে। এবারের মেলা চলাকালীন পূর্ব আযারবাইজান প্রদেশে ৫ শতাধিক উন্নয়ন প্রকল্প উদ্বোধন করা হবে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।