তাজিক জাতীয় বিশ্ববিদ্যালয়কে ন্যানোপ্রযুক্তি সরঞ্জাম উপহার ইরানের
পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ২০, ২০২১

ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইবরাহিম রাইসি তাজিক জাতীয় বিশ্ববিদ্যালয়কে ন্যানোপ্রযুক্তি সরঞ্জামসহ একটি প্যাকেজ উপহার দিয়েছেন।রাইসি ২১তম শাঙহাই কো-অপারেশন অরগানাইজেশন (এসসিও) সামিটে যোগ দিতে বর্তমানে তাজিকিস্তানে রয়েছেন। দেশটির জাতীয় বিশ্ববিদ্যালয়কে তিনি কিছু সংখ্যক ইরানি তৈরি সরঞ্জামসহ একটি প্যাকেজ উপহার দেন।
প্যাকেজটিতে রয়েছে ন্যানোমিটার-মোটা ফাইবার তৈরির জন্য ইলেক্ট্রোস্পিনিং মেশিন, আল্ট্রাসোনিক হোমোজেনাইজার, টু-বিম স্পেকট্রোফোটোমিটার (রাসায়নিক বৈশিষ্ট্যের জন্য), মেটাল ন্যানো পাউডার তৈরির মেশিন ইত্যাদি ইরানি সরঞ্জাম। সূত্র: মেহর নিউজ এজেন্সি।