শুক্রবার, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

তাইওয়ানে যাচ্ছে তিন ইরানি ছবি

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ৭, ২০২২ 

news-image

ইরানের শর্ট ফিল্ম ‘লেফ্ট হ্যান্ডেড’ , ‘ইউনিকর্ন’ এবং অ্যানিমেশন ‘হোয়্যার দ্য উইন্ডস ডাই’ তাইওয়ানের কাওশিউং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হবে। নাসরিন মোহাম্মদপুর পরিচালিত ১৫ মিনিটের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘লেফ্ট হ্যান্ডেড’  মরিয়ম চরিত্রের এক নারীর কাহিনি নিয়ে নির্মাণ করা হয়েছে। সে একটি বড় সিদ্ধান্ত নেয় এবং কিছু করার পরিকল্পনা করে। সেই অভিনয়ের জন্য নিজেকে প্রস্তুত করে।পেজমান আলিপুর পরিচালিত ইরানি অ্যানিমেশন ‘হোয়্যার দ্য উইন্ডস ডাই’ এবং মোহাম্মদ কামাল আলাভি পরিচালিত ১৪ মিনিটের শর্ট ফিল্ম ‘ইউনিকর্ন’ও এই উৎসবে ইরানের প্রতিনিধিত্ব করবে।‘হোয়্যার দ্য উইন্ডস ডাই’ একটি ১৩ মিনিটের অ্যানিমেশন ছবি। ১৯৮৭ সালে ইরানের সারদাশ শহরে ইরাকের রাসায়নিক হামলা নিয়ে শর্ট ফিল্মটি বানানো হয়েছে।,কাওশিউং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ১২তম পর্ব ১৪ থেকে ৩০ অক্টোবর অনুষ্ঠিত হবে। সূত্র: মেহর নিউজ।