রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ঢাকা চলচ্চিত্র উসবে ইরানি নির্মাতার ভূতাপেক্ষ

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ২২, ২০২০ 

news-image

১৯তম ঢাকা চলচ্চিত্র উৎসবে ইরানি চলচ্চিত্রকার পুরান দেরাখশানদেহ এর একটি ভূতাপেক্ষ অনুষ্ঠিত হবে। আগামী বছরের জানুয়ারিতে উৎসবের এবারের ১৯তম পর্ব অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

দেরাখশানদেহ ইরানি সমাজের বড় বড় সামাজিক সমস্যার প্রতি মানুষের মনোযোগ কেড়ে সবচেয়ে বেশি পরিচিতি লাভ করেছেন। বাংলাদেশের রাজধানী ঢাকায় অনুষ্ঠিতব্য উৎসবে তিনি অংশ নেবেন।

ইরানি এই নির্মাতার পুরস্করজয়ী কয়েকটি ছবি হলো ‘হাশ! গার্লস ডন্ট স্ক্রিম’, ‘আন্ডার দ্যা স্মোকি রুফ’, ‘ইটারনাল চিলড্রেন’ ও ‘সিরিয়াল ড্রিম’। তার এই চলচ্চিত্রকর্ম গুলো আসন্ন উৎসবে পর্যালোচনা করা হবে। প্রতিটি ছবি দেখানোর পর প্রশ্ন ও উত্তর পর্বে যোগ দেবেন জনপ্রিয় এই নারী চলচ্চিত্রকার। সূত্র: তেহরান টাইমস।