ঢাকায় ষষ্ঠ ঢেঁকি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
পোস্ট হয়েছে: নভেম্বর ২৪, ২০১৬

‘ছবি কথা বলে’ স্লোগান নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢেঁকি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এটি উৎসবের ষষ্ঠ আসর। ২৫ নভেম্বর থেকে ঢাকার সাতটি স্থানে চলবে এটি। উৎসবের প্রথম দিন এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন স্পেন দূতাবাসের রাষ্ট্রদূত এডোয়ার্দো ডি লাইগলেসিয়া, ব্রিটিশ কাউন্সিলের পরিচালক বারবারা উইকহাম, রাশিয়ান কালচারাল সেন্টারের পরিচালক আলেকজেন্ডার পি ডেমিন, আলিয়ঁস ফ্রঁসেজের পরিচালক ব্রুনো প্লাস, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি দেলোয়ার জাহান ঝন্টু, নাট্যব্যক্তিত্ব ম. হামিদ প্রমুখ। আর সভাপতিত্ব করবেন চলচ্চিত্র পরিচালক সমিতির সহ-সভাপতি সোহানুর রহমান সোহান।
ঢেঁকি প্রযোজনার কর্ণধার মোহাম্মদ নিজাম উদ্দিন জানান, উৎসবে বাংলাদেশ, ভারত, নেপাল ও ইরানসহ বিশ্বের ৪০টি দেশের শতাধিক চলচ্চিত্র অংশগ্রহণ করবে। আট দিনের এ আয়োজন চলবে ২ ডিসেম্বর পর্যন্ত।
রাশিয়ান কালচারাল সেন্টারে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি। বিশেষ অতিথি নাট্যব্যক্তিত্ব ড. ইনামুল হক, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সাধারণ সম্পাদক আকতারুজ্জামান, নৃত্য পরিচালক ইমদাদুল হক খোকন প্রমুখ।