ডিটারজেন্ট প্রদর্শনীতে যোগ দিতে ইরান আসছে ৪শ’ কোম্পানি
পোস্ট হয়েছে: এপ্রিল ১৯, ২০১৬
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2016/04/20474121.jpg)
ইরানে ২৩তম আন্তর্জাতিক ডিটারজেন্ট, ক্লিনজার, হাইজেনিক, সেলুলোজ পণ্য ও যন্ত্রাংশ প্রদর্শনীতে যোগ দিতে বিভিন্ন দেশ থেকে অন্তত ৪শ ’ কোম্পানি আসছে। আগামী ২৪ থেকে ২৭ এপ্রিল তেহরানে এ প্রদর্শনী শুরু হতে যাচ্ছে। এ প্রদর্শনীতে ইরানের ২’শ কোম্পানি যোগ দিচ্ছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা ইসনা।
যে সব দেশ থেকে কোম্পানিগুলো আসছে সেগুলো হচ্ছে তুরস্ক, জার্মানি, চীন, ফ্রান্স, ইতালি, স্পেন, আরব আমিরাত, মালয়েশিয়া, পাকিস্তান, অস্ট্রিয়া, ভারত, রাশিয়া ও দক্ষিণ কোরিয়া।
এ প্রদর্শনীতে প্রসাধনী পণ্য থাকবে। এছাড়া এধরনের পণ্য তৈরির যন্ত্রপাতি ও কাঁচামাল স্থান পাবে প্রদর্শনীতে। সূত্র: তেহরান টাইমস