রবিবার, ১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ডিজিটাইজেশনে ফিনল্যান্ডের অভিজ্ঞতাকে কাজে লাগাবে ইরান

পোস্ট হয়েছে: আগস্ট ২৩, ২০২১ 

news-image

ডিজিটাইজেশনে ফিনল্যান্ডের অভিজ্ঞতাকে কাজে লাগানোর ঘোষণা দিয়েছে ইরানের তথ্য প্রযুক্তি সংস্থা (আইটিও)। মেহর নিউজ এজেন্সি এই খবর দিয়েছে।

খবরে বলা হয়, ‘ডিজিটাইজেশনে ফিনল্যান্ডের অভিজ্ঞতা’ শীর্ষক একটি ওয়েব সেমিনার অনুষ্ঠিত হয়। এতে ইরানের তথ্য প্রযুক্তি সংস্থা (আইটিও) ও ফিনিশ আইসিটি কর্মকর্তারা যোগ দেন।

এরআগে ইরান ও ফিনল্যান্ডের যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রীরা একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেন।

ওয়েবিনারে হেলসিঙ্কিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ফোরুজান্দে ভাদিয়েই ও ফিনল্যান্ডের অর্থ মন্ত্রণালয়ের ডিজিটাইজেশন ইউনিটের প্রধান উপস্থিত ছিলেন। সেমিনারে ফিনল্যান্ডে ডিজিটাইজেশন ও ডিজিটাল অর্থনীতির বিবরণ তুলে ধরা হয়।

বিশ্বে ই-গভার্নমেন্ট ডেভেলপমেন্টে ফিনল্যান্ডের অবস্থান চতুর্থ। চুক্তি অনুযায়ী, দেশটি ইরানি কর্মকর্তাদের সাথে ডিজিটাইজেশন বিষয়ে অভিজ্ঞতা ভাগাভাগি করবে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।