সোমবার, ৩১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

জুস রফতানিতে ইরানের আয় ৭২.৫ মিলিয়ন ডলার

পোস্ট হয়েছে: ডিসেম্বর ২৪, ২০১৭ 

news-image

আফগানিস্তান, পাকিস্তান, ইরাক, তুরস্ক ও রাশিয়াসহ বিভিন্ন দেশে ইরান ফলের জুস বিক্রি করে গত ইরানি অর্থবছরে আয় করেছে সাড়ে ৭২ মিলিয়ন ডলার।

রফতানিকৃত জুসের পরিমাণ হচ্ছে সাড়ে ৬০ হাজার টন। আনার, কমলা, মাল্টা, আঙ্গুর, খেজুরসহ বিভিন্ন ফলের জুস ছাড়াও ইরান প্রচুর শুকনো ফল রফতানি করে থাকে। দেশটির ফারোক অঞ্চলে ব্যাপক আনার উৎপাদন হয়। বিশ্বের এক তৃতীয়াংশ আনার অর্থাৎ ৩০ লাখ টন আনার উৎপাদন হয় এ অঞ্চলে। ফিনান্সিয়াল ট্রিবিউন/ তেহরান টাইমস