শুক্রবার, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

জুডো বিশ্ব চ্যাম্পিয়নশিপে দুটি স্বর্ণ জিতেছেন ইরানি জুডোকারা

পোস্ট হয়েছে: নভেম্বর ১০, ২০২২ 

news-image
আজারবাইজানের বাকুতে চলমান ইন্টারন্যাশনাল ব্লাইন্ড স্পোর্টস ফেডারেশন (আইবিএসএ) জুডো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে দুটি স্বর্ণ পদক জিতেছেনইরানি জুডোকারা। চ্যাম্পিয়নশিপের প্রথম দিনে ইরানের মেসাম বানিতাবা এবং ওয়াহিদ জেদ্দি দুটি স্বর্ণপদক ঘরে তোলেন।
হায়দার আলিয়েভ এরেনায় ৪১টি দেশের ২৫০জন ক্রীড়াবিদের অংশগ্রহণে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। জে১-৬০ কেজির ফাইনাল ম্যাচে তুরস্কের আবদুররহিম ওজাল্পের বিপক্ষে জয়লাভ করেন বনিতাবা। 
জেদ্দি জে২-৭৩ কেজির ফাইনাল ম্যাচে ইউক্রেনের রুফাত মহোমেদভকে পরাজিত করেন।
মঙ্গলবার থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে বৃহস্পতিবার পর্যন্ত। সূত্র: তেহরান টাইমস।