জার্মানি উৎসবে প্রশংসিত ইরানি স্বল্পদৈর্ঘ্য ‘অর্থোডন্টিক্স’
পোস্ট হয়েছে: এপ্রিল ২০, ২০২২
জার্মানির আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়ালো ইরানি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অর্থোডন্টিক্স’।মোহাম্মদরেজা মায়গানি পরিচালিত স্বল্পদৈর্ঘ্যটি ৫ থেকে ১০ এপ্রিল অনুষ্ঠিত জার্মানির ফিল্মফেস্ট ড্রেসডেনে অংশ নিয়ে এই প্রশংসা কুড়ায়।
‘অর্থোডন্টিক্স’ একজন কিশোরের জীবনকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। কিভাবে চেহারা বন্ধু, পরিবার এবং সমাজের সাথে তার সম্পর্ককে প্রভাবিত করে তা তুলে ধরা হয়েছে। ছবিতে অভিনয় করেছেন মরিয়ম হোসেইনি, ইয়াস ফারখোন্দেহ, আরেজু আলী, মেহেদি সদর ও ইয়াসামিন ইব্রাহিমি। সূত্র: মেহর নিউজ।