জানুয়ারিতে ইরান-মার্কিন বাণিজ্য বেড়েছে ২৪০ শতাংশ
পোস্ট হয়েছে: মার্চ ১৪, ২০২৪
২০২৪ সালের জানুয়ারিতে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য বিনিময় ২৪০ শতাংশ বেড়েছে। মার্কিন পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে। ২০২৩ সালে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ৩ দশমিক ১ মিলিয়ন ডলারের বাণিজ্য বিনিময় হয় বলে জানা যায়। এই সংখ্যাটি ২০২৪ সালের জানুয়ারিতে ১০ দশমিক ৬ মিলিয়ন ডলারে পৌঁছেছে। অর্থাৎ প্রতিদ্বন্দ্বী দুই দেশের মধ্যে তিনগুণেরও বেশি বাণিজ্যে বেড়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্র জানুয়ারিতে ইরানে ৭ দশমিক ২ মিলিয়ন ডলারের অধিক পণ্য রপ্তানি করে। যা গত বছরের একই সময়ের তুলনায় ১৩০ শতাংশ বেশি।
প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্র ইরানে ৩ দশমিক ১ মিলিয়ন ডলার মূল্যের পণ্য রপ্তানি করে।
ইরান থেকে মার্কিন পণ্য আমদানি ২০২৪ সালের জানুয়ারিতে ৩ দশমিক ৪ মিলিয়নে পৌঁছে। যা গত বছরের একই সময়ের তুলনায় ১০০ শতাংশ বেশি। সূত্র: তেহরান টাইমস