শনিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

জানালায় মানুষের চোখ

পোস্ট হয়েছে: ডিসেম্বর ২২, ২০১৭ 

news-image

ইরানের ফট্রোগ্রাফার আফসানে পোলোয়েই তার ছবির বিষয়বস্তু নির্ধারণ করেছেন অদ্ভুত এক ফ্রেমে। বাড়ির জানালায় মানুষের চোখ প্রতিস্থাপন করে তার একাধিক ছবি নিয়ে তেহরানের আটবিন আর্ট গ্যালারিতে রীতিমত প্রদর্শনী হচ্ছে।

তার ছবিতে দেখা যায় বাড়ির জানালা ও মানব চক্ষুর এক কম্পোজিশন। এই নারী ফটোগ্রাফারের এধরনের অন্তত ২৪টি ছবি প্রদর্শনীতে স্থান পেয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, মানুষের চোখ ও জানালাগুলোর মধ্যে দারুণ মিল রয়েছে। ফিনান্সিয়াল ট্রিব্রিউন