সোমবার, ৩১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

জানজানে প্রাগৈতিহাসিককালের মাটির পাত্র আবিষ্কার

পোস্ট হয়েছে: জানুয়ারি ১৭, ২০২২ 

news-image
ইরানের পুলিশ বাহিনী জানজান প্রদেশের একটি প্রত্নতাত্ত্বিক স্থানের কাছে টহল দেওয়ার সময় নয়টি প্রাগৈতিহাসিককালের মাটির পাত্র আবিষ্কার করেছে।সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার দায়িত্বে থাকা একজন পুলিশ কমান্ডার রবিবার বলেছেন, “খ্রিস্টপূর্ব প্রথম সহস্রাব্দের এই জিনিসগুলোর মধ্যে রয়েছে হাতলসহ দুটি জগ, হাতলসহ দুটি গ্লাস, একটি প্লেট এবং কালো ও ধূসর রঙের আরও চারটি মৃৎপাত্র।”ইরানি এই কর্মকর্তা আরও বলেন, তারম কাউন্টির ঐতিহাসিক উচ্চভূমিতে এই পুরাকীর্তি পাওয়া গেছে।লৌহ যুগের বস্তুগুলো অনুসন্ধানের জন্য প্রথমে পশ্চিম ইরানের সিলকে এবং পরে উত্তর-পশ্চিম ইরানে উর্মিয়া হ্রদের পশ্চিম, পূর্ব এবং দক্ষিণ তীরে মেসোপটেমিয়া এবং আনাতোলিয়া সীমান্তবর্তী জাগ্রোস পর্বতমালার কাছাকাছি খনন করা হয়েছিল। সূত্র: তেহরান টাইমস।